UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সালমান খানের সঙ্গে বিয়ে হয়েছিল সোনাক্ষীর?

ঊষার আলো
জুন ২৩, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : সোনাক্ষী সিনহার সঙ্গে বিয়ে হয়েছিল সালমান খানের। দুবাইয়ে গিয়ে নাকি চুপিসারে বিয়ে করেন তারা। এমন খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই চটেছেন অভিনেত্রী।

কিন্তু একসময় বলিউড তারকা ভাইজানখ্যাত সালমান খানের সঙ্গেও নাম জড়ায় সোনাক্ষী সিনহার। এ খবরও ছড়িয়ে পড়ে গণমাধ্যমে যে, সালমানকে বিয়ে করেছেন অভিনেত্রী। সোনাক্ষী সিনহার সঙ্গে বিয়ে হয়েছিল সালমান খানের। দুবাইয়ে গিয়ে নাকি চুপিসারে তারা বিয়েও করেছেন। এমন খবরে ছড়িয়ে পড়তেই চটেছেন এ বলিউড অভিনেত্রী।

এর আগে ২০২২ সালে সালমান ও সোনাক্ষীর বিয়ের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। তখনই রটে যায়, দুবাইয়ে গিয়ে নাকি চুপিসারে বিয়ে করেছেন তারা। সেই ছবি দেখে চটেছিলেন সোনাক্ষী। সামাজিকমাধ্যমে তিনি পাল্টা
জবাব দেন, ‘আপনারা কি এতই বোকা! কোনটা আসল ছবি আর কোনটা নকল— সেটি কি দেখে বোঝা যায় না?’
সালমান সম্পর্কে সোনাক্ষী বলেছিলেন, ‘পেশাদার সম্পর্কের বাইরেও সালমানের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। অভিনয়ে আসার আগে থেকে ওকে আমি চিনি। আমাদের দুজনের পরিবারের মধ্যে বহুদিনের পরিচয়। সহ-অভিনেতা নয়, আমাদের সম্পর্ক বন্ধুর মতো।‘

সালমানের ছবিতেই সোনাক্ষীর প্রথম অভিনয় শুরু। অন্যদিকে সালমানের প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করে অভিনয়ের সফর শুরু হয় জ়াহির ইকবালের। এমনকি সালমানের বাড়ির এক অনুষ্ঠানেই প্রথম দেখা সোনাক্ষী ও জ়াহিরের। সেখান থেকেই তাদের বন্ধুত্ব ও প্রেম। ‘ডাবল এক্স এল’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা।

উল্লেখ্য, আজ ২৩ জুন আইনি বিয়ের পরেই রয়েছে রিসেপশনের আয়োজন। তারকা জুটির বিয়েতে থাকছে না কোনো ধর্মীয় আচার। বিয়ের পর সোনাক্ষী ধর্ম পরিবর্তন করবেন না বলেও জানিয়েছেন জ়াহির ইকবালের বাবা।

ঊষার আলো-এসএ