UsharAlo logo
শনিবার, ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সালামির অঙ্ক বলে চমকে দিলেন তমা

usharalodesk
জুন ২০, ২০২৪ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : তমা মির্জা। ২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সেই সঙ্গে বেশ কিছু সিনেমায় পার্শ্বনায়িকা হিসেবেও অভিনয় করেছেন তমা মির্জা। এ ছাড়া ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০১৫ সালে এসে ‘নদীজন’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন তার বড় পাওয়া।

তিনি বলেন, আমি পরিবারকেন্দ্রিক একজন মানুষ। দুপুরের দিকে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করি। তাই পরিবারের সঙ্গে খাবার খাওয়ার মজাই আলাদা।’

তমা মির্জা বলেন, ‘ঈদের দিন ঝগড়া না হলে আমার মনে হয় ঈদই হলো না। সকালবেলা চেঁচামেচি শুনব— এখনো গোসল হয়নি, রেডি হয়নি, এখনো সবকিছু হয়নি— এসব কিন্তু আমার বেশ ভালো লাগে।’

‘সুড়ঙ্গ’খ্যাত এ চিত্রনায়িকা সালামি প্রসঙ্গে কথা উঠতেই চমক দিলেন । তিনি বলেন, ‘জীবনে সর্বোচ্চ সালামি পেয়েছি আড়াই থেকে তিন লাখ টাকা। এর বেশি কখনো পাইনি। আর শৈশবের ঈদের স্মৃতিকথা মনে করে তমা মির্জা বলেন, ছোটবেলার ঈদগুলোই মজার ছিল। ওই সময় অনেক কিছু বুঝতাম না, দায়িত্বও ছিল না। আর এখন উৎসব মানেই খরচ— এইটা লাগবে, ওইটা লাগবে।’

ঊষার আলো-এসএ