UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে ৫ বছরের শিশুকে স্কুলের টয়লেটে নিয়ে ধর্ষণ

ঊষার আলো
মে ২৭, ২০২১ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নীলফামারী সৈয়দপুরের পল্লীতে সাড়ে ৫ বছরের ১ শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। উপজেলার সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের টয়লেটে গত মঙ্গলবার বেলা আনুমানিক আড়াইটার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে।
নির্যাতিতা শিশুটির বাবা বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় মাহাবুল ইসলাম (৩০) নামে ওই যুবকের বিরুদ্ধে সৈয়দপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করে। পরদিন ২৬ মে বুধবার নীলফামারী আধুনিক সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর কাজীপাড়া বাসিন্দা জনৈক ব্যক্তির সাড়ে ৫ বছর বয়সী শিশু কন্যাকে ২৫ মে মঙ্গলবার সকাল ৯ টার দিকে মাহাবুল ইসলাম নামের ১ বখাটে ধর্ষণ করেন। শিশু কন্যাটি তার দাদার বাড়ি একই ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় বেড়াতে গিয়ে চাচাতো ভাইবোনদের সঙ্গে দাদার বাড়ি সংলগ্ন সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধূলা করছিল। এ সময়ে পূর্ব বেলপুকুর ডাঙ্গাপাড়া এলাকার মাহাবুল শিশুটিকে হাত ধরে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। এ সময়ে শিশুটি কান্নাকাটি করতে থাকলে লম্পট মাহাবুল সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে পৌঁছে ঘটনার বিষয়ে তার মাকে বলে। অভিযুক্ত মাহাবুল ইসলাম পূর্ব বেলপুকুর ডাঙ্গাপাড়ার এলাকার মফিজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় শিশুটির বাবা নিজে বাদী হয়ে মাহাবুল ইসলামকে আসামি করে গত মঙ্গলবার ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী ০৩) ৯ (১) ধারায় সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জা (ওসি) মো. আবুল হাসনাত খান শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, মামলার আসামি মাহাবুল ইসলামকে গ্রেপ্তাারের চেষ্টা চলছে।

(ঊষার আলো- এম.এইচ)