UsharAlo logo
বৃহস্পতিবার, ২৯শে ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোশ্যাল মিডিয়া ছাড়ছেন বলিউড অভিনেতা আমির খান

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : বলিউডে মিস্টার পারফেকশনিস্ট আমির খান। গত ১৪ মার্চ এই অভিনেতা ৫৬ বছরে পা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছে তিনি। জন্মদিনের একদিন পর ভক্তদের দিলেন দুঃসংবাদ। ঘোষণা দিয়েছেন সোশ্যাল মিডিয়া ছাড়ছেন তিনি।
১৫ মার্চ সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
জন্মদিনের একদিন পর সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। তার এমন সিদ্ধান্তে হতবাক নেটিজেনরা। তবে কেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়া ছাড়ছেন এ বিষয়ে কিছুই স্পষ্ট করে জানাননি।
সোমবার আমির খান ইনস্টাগ্রামে লেখেছেন, ‘বন্ধুরা আমার জন্মদিনে এত ভালোবাসা, শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। আমার হৃদয় পরিপূর্ণ। তার সঙ্গে আপনাদের জানাই এটাই আমার শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট। আপনারা তো জানেনই আমি সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ (মজা করে)। তাই আমি সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

 

(ঊষার আলো-এম.এইচ)