UsharAlo logo
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্ত্রীর বদলে মালাইকাকে স্পর্শ প্রযোজকের, অতঃপর…

usharalodesk
এপ্রিল ১০, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অর্জুন কাপুরের সঙ্গে বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন মালাইকা। জানিয়েছিলেন ‘হাফ গার্লফ্রেন্ড’-এর অভিনেতাকে বিয়ে করতে তিনি প্রস্তুত।

মালাইকাকে দেখে বোঝা গেল ক্যামেরার সামনে হাসি চাপার প্রবল চেষ্টা করছেন। যথাসম্ভব স্বাভাবিক মুখ নিয়ে তিনি, রিতেশ ও ডলি গাড়িতে উঠলেন। তবে গাড়িতে উঠেই তারা হাসিতে গড়িয়ে পড়েছেন, সাংবাদিকদের চোখ এড়ায়নি সেই দৃশ্য। কমলা রঙের স্যাটিনের শাড়িতে মালাইকাকে দেখে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা। প্রযোজকের ভুলের পর হাসির রোল নেটদুনিয়াতেও। বিস্তর মন্তব্য এলো মালাইকার প্রেমিক অর্জুন কাপুর প্রসঙ্গেও।

ভিডিও দেখে কেউ লিখলেন, অর্জুন যদি থাকতেন, রিতেশকে দেখে নিতেন! আবার কেউ মন্তব্য করলেন, ভুল করে হলেও মালাইকাকে তো বেশ ছুঁয়ে দিলেন ওই প্রযোজক! আর একজনের বক্তব্য, ইচ্ছে করে করেছেন!

দিন কয়েক আগেই অর্জুনের সঙ্গে বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন মালাইকা। জানিয়েছিলেন ‘হাফ গার্লফ্রেন্ড’-এর অভিনেতাকে বিয়ে করতে তিনি প্রস্তুত। জীবনের সবচেয়ে সফল সময়ে দাঁড়িয়ে রয়েছেন বলে জানান মালাইকা। বলেন, মনে হয় আমরা দুজনেই প্রস্তুত। সংসার পাততে চাই, পরিবার গড়ে তুলতে চাই।

ঊষার আলো-এসএ