UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ দিন আগেই শাহরুখের বাড়ির সামনে ভক্তদের ভিড়

pial
নভেম্বর ১, ২০২২ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘বলিউড কিং’ শাহরুখ খানের জন্মদিন মানেই হল অন্যরকম উৎসবের আমেজ। শাহরুখ ভক্তরা বিভিন্নভাবে শুভেচ্ছা জানান প্রিয় তারকাকে। এবারো রয়েছে ভিন্ন আয়োজন।

শাহরুখ খানের জন্মদিন হল ২ নভেম্বর। বিশেষ আয়োজনকে ঘিরে সাজছে মুম্বাই শহরের শাহরুখের বাড়ি ‘মান্নাত’। নিজের বাংলো বাড়িতেই জন্মদিন উদযাপন করবেন তিনি। কিন্তু ভক্তের ভালোবাসা সামলাতে এবার বোধয় শাহরুখ খানকে একটু বেশিই বেগ পেতে হবে। করোনা মহামারি ও নিজের সন্তানের জামিনসহ বিভিন্ন ধরণের ঝামেলা পেরিয়ে এবার হতে যাচ্ছে শাহরুখ খানের বড় জন্মদিন।

আর তা টের পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হবার ফলে। ভিডিওতে দেখা যায়, ভক্তরা ৩ দিন আগে থেকে মান্নাতের সামনে ভিড় করতে শুরু করেছেন।
ভিডিওটি রবিবার (৩০ অক্টোবর) শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে ধারণ করা হয়েছে। প্রিয় তারকাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্যই এভাবে জড়ো হন ভক্তরা।

(ঊষার আলো-এফএসপি)