UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অজ্ঞাত বস্তুর সাথে মার্কিন সাবমেরিনের আঘাত, আহত ১৫

usharalodesk
অক্টোবর ৮, ২০২১ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের পরমাণু চালিত একটি সাবমেরিনের সাথে একটি বস্তুর আঘাত লেগে ১৫ জন আহত হয়েছে।

তবে, সাবমেরিনের বড় কোনো ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বৃহস্পতিবার (৭ অক্টোবর) জানায়, তাদের পরমাণুচালিত সাবমেরিনের সাথে দক্ষিণ চীন সাগরে অজ্ঞাত বস্তুর আঘাত লাগে। ওই সাবমেরিন দক্ষিণ চীন সাগরে রুটিন অপারেশনে ছিল।

মার্কিন নৌবাহিনীর পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ওই সাবমেরিন ঠিক আছে। ঠিকভাবে চলছে নিউক্লিয়ার প্রপালশন প্ল্যান্ট।

তবে, সাবমেরিনে কতটা ক্ষতি হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এটি সি-উলফ শ্রেণির পরমাণু-চালিত সাবমেরিন। সাবমেরিনটি গুয়ামে মার্কিন নৌঘাঁটির দিকে নিয়ে যাওয়া হয়েছে। পরে সাবমেরিনটি খতিয়ে দেখা হবে।

 এ ঘটনা এমন একটা সময় ঘটলো, যখন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো শক্তিপ্রদর্শন করতে যৌথ মহড়া করছে, ঠিক তখনই এ ঘটনা ঘটলো ।

(ঊষার আলো-আরএম)