UsharAlo logo
শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

‘অন্তরা’ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে: ফারিয়া শাহরিন

ঊষার আলো
এপ্রিল ২৪, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : লাক্স তারকা ফারিয়া শাহরিন। ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করেছে তুমুল আলোচিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তৃতীয় সিজনে। সম্প্রতি নাটকটির এ সিজন শেষ হয়েছে। সিজন শেষ হলেও এখনও ‘ব্যাচেলর পয়েন্ট’র ঘোরে রয়েছে এ অভিনেত্রী। আলাপকালে এমনটাই জানিয়েছে ফারিয়া শাহরিন।
লকডাউনের সময়টা কেমন কাটছে? জানতে চাইলে ফারিয়া বলেছে, ‘এই পরিস্থিতিতে আপাতত শুটিং করছি না, বাসাতেই থাকছি। বাবা-মায়ের সঙ্গে সময় কাটছে। বাবা-মা আমার বন্ধুর মতো বলে তাদের সঙ্গে সময় কাটাতে আমার দারুণ লাগে। আর লকডাউনে কাজ নেই, বাইরে ঘোরাঘুরিও নেই।’
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের সুবাধে ফারিয়া শাহরিনকে দর্শক ‘অন্তরা’ নামেই বেশি চেনে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করার পর আমার আসল নাম হারিয়ে গেছে। সবাই এখন আমাকে অন্তরা নামেই ডাকছে। হুট করে রাস্তাঘাটে কানে আসে ‘ওই যে অন্তরা যাচ্ছে’। বিষয়টি খুব উপভোগ করি আমি। এর মানে অন্তরা চরিত্রটি দর্শকরা গ্রহণ করেছে।’
তৃতীয় সিজন শেষ হওয়ায়র কারণে মন খারাপ হয়েছে ফারিয়ার। তবে তা ভালো হয়েছে দর্শকদের মন খারাপ দেখে, দর্শকদের উচ্ছ্বাস দেখে। ফারিয়া মনে করে, ‘অন্তরা’ চরিত্রটি মিডিয়ায় তাকে দ্বিতীয় জীবন দিয়েছে। নাটকটির সিজন ফোর আসুক, দর্শকদের মতো ফারিয়ার প্রত্যাশাও এমন।

(ঊষার আলো- এম.এইচ)