UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অবশেষে ঢাকা-কুয়েত ফ্লাইট চালু

usharalodesk
সেপ্টেম্বর ৯, ২০২১ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারি করোনায় দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা-কুয়েতের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোরে প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্য ছেড়ে গেছে।

কুয়েত এয়ারওয়েজের ওয়েব সাইটে আজ জানানো হয়েছে, ঢাকা-কুয়েত ফ্লাইট পরিচালনা করবে সপ্তাহে পাঁচ দিন। করোনার কারণে দীর্ঘদিন কুয়েতের সাথে বাংলাদেশসহ ৫টি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বন্ধ থাকা নিষিদ্ধ দেশগুলোর সাথে পুনরায় সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছিল কুয়েত মন্ত্রিসভা।  স্বাস্থ্যবিধি নির্দেশনা ও বিমানবন্দরের যাত্রী উঠা নামার ধারণ ক্ষমতা সীমিত থাকায় পিছিয়ে দেওয়া হয়েছিল নিষিদ্ধ ৫ দেশের সাথে বিমান চলাচল।

বাংলাদেশ থেকে দেশটিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান ও কুয়েত এয়ারওয়েজ। এই ২টা এয়ারলাইন্স সোমবার ৭৫ জন, মঙ্গলবার ১৫০ জন, বুধবার ১৪৩ জন, বৃহস্পতিবার ৭৫ জন  ও রবিবার ১০০ জন করে যাত্রী বহন করতে পারবে।

 

 

(ঊষার আলো-আরএম)