UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্কারে ক্রিস রককে চড়, এতো দিন পর যা বললেন উইল স্মিথ!

pial
নভেম্বর ৩০, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চলতি বছরের মার্চ মাসে অস্কারের মঞ্চে কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। বিভিন্ন রকম সমালোচনা হয়, অস্কারের মঞ্চে তাকে নিষিদ্ধ করা হয়েছে।

সেই ঘটনার পর এই প্রথম মতো মুখ খুললেন স্মিথ। দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়াহয় তিনি বলেন, ক্রোধের বর্শবর্তী হয়েই তিনি ক্রিস রককে চড় মেরেছিলেন।

অস্কারের সেই রাতকে ভয়াবহ বলে আখ্যা দেন তিনি। স্মিথের মতে, ‘আমি সে রাতে কীসের মধ্য দিয়ে গেছি, সেটা আপনি জানেন?’ ‘আরঅবশ্যই আমি আমার আচরণে পক্ষে সাফাই গাইছি না।’
স্মিথের মতে, ‘আমার মনে হয়, আপনি আসলে কখনোই জানেন না অন্যজন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।’ এবং যদিও সেই পরিস্থিতি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি স্মিথ।

স্ত্রীর কামানো মাথা নিয়ে রসিকতার কারণে ২৭শে মার্চ অস্কার পুরস্কার অনুষ্ঠান চলার সময় কৌতুকাভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন উইল স্মিথ। অ্যালোপেশিয়া রোগের কারণে তিনি মাথার চুল হারান। সূত্র: বিবিসি।

(ঊষার আলো-এফএসপি)