UsharAlo logo
বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল দেশব্যাপী একদিনের শোক পালন

ঊষার আলো ডেস্ক
জুলাই ২৯, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

কোটা আন্দোলনে নিহতদের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী একদিনের শোক পালন করবে সরকার। শোক পালনের সময় সবাই কালো ব্যাজ ধারণ করবে। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।

সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, আগামীকাল শোক পালনের সময় সবাই কালো ব্যাজ ধারণ করবে। বৈঠকে কোটা আন্দোলনে  নিহতের ঘটনায় শোক প্রস্তাবও দেওয়া হয়। এসংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে প্রতিবেদক উপস্থাপন করেন।

এরপর শোক পালনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গতকাল রবিবার পর্যন্ত সরকারিভাবে ১৪৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে বলে জানিয়েছেন তিনি।