UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগ্নেয়গিরিতে জীবন হুমকিতে লা পামা দ্বীপবাসী

usharalodesk
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উত্তর আটলান্টিক মহাসাগরের স্পেনের লা পামা দ্বীপ উপকূল বাসিন্দারা নিজেদের জীবন হুমকিতে পড়েছেন। পর্যটন নির্ভর এ দ্বীপে আগ্নেয়গিরির ভয়াবহতা না থামায় অস্তিত্ব এখন সংকটে পড়েছে স্থানীয়রা।

এ অঞ্চলটি স্থানীয়দের কাছে উপার্জনের অন্যতম একটি উৎস ছিল। শুধু মাছ ধরেই সংসার চালাতো এখানকার কয়েকশ পরিবার। তবে পাশেই সক্রিয় ভয়াবহ আগ্নেয়গিরির কারণে জীবন-জীবিকা নিয়ে এখন শঙ্কায় পড়েছেন বাসিন্দারা। সাধারণ মানুষরা বলছেন, থেকে থেকে ভূমিকম্প ও লাভার উদগীরণে মাছ পড়ছে না তাদের জালে। ফলে বেকার হয়ে পড়েছেন শত শত মানুষ।

স্থানীয়রা আরও বলছেন, দ্বীপে তাদের অর্থনীতির প্রায় ১৫ শতাংশ আসে কলা চাষ থেকে। তবে আগ্নেয়গিরির ছাইয়ে তাও প্রায় ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে।

শুধু মাছ ধরাই নয়, কৃষি বা গবাদি পশুর খামারিদেরও একই দশা। পর্যটননির্ভর দ্বীপটির বাসিন্দারা জানান, জরুরি কোনো সহায়তা না পেলে না খেয়ে থাকতে হবে। এমনকি এভাবে অগ্নুৎপাত চলতে থাকলে এখন দ্বীপে তাদের অস্তিত্ব নিয়েও দুশ্চিন্তায় তারা।

(ঊষার আলো-এফএসপি)