UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ মোদির জন্মদিন, উৎসবের আমেজ বইছে ভারতে

usharalodesk
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। আজ (১৭ সেপ্টেম্বর) ৭১ বছরে পা রাখলেন তিনি। মোদির জন্মদিনকে ঘিরে ভারতজুড়ে করোনারোধী টিকাদানের মহোৎসব শুরু করেছে বিজেপি। একদিনে সর্বোচ্চ টিকাদানের রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছে তারা।

মোদির জন্মদিন এবং ‘জনসেবায় ২০ বছর’ পূর্তি উপলক্ষে ২০ দিনব্যাপী ‘সেবা ও সমর্পণ অভিযান’ শুরু করেছে বিজেপি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া জানান, চলুন টিকা নিই। এখনো যারা নেননি, তারা টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের উপহার দিই।

আগামী ৭ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে। টিকার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান এবং রক্তদান ক্যাম্পেইনেরও আয়োজন থাকছে। নিজেদের জনসেবায় নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি কর্মীরা  ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে ৫ কোটি পোস্টকার্ড পাঠাবেন বলেও ঠিক করা হয়েছে।

এআগে, ২১ জুন ৮৮ লাখ ৯ হাজার টিকা প্রদান করে একদিনে সর্বোচ্চ টিকাদানের নতুন রেকর্ড গড়েছিল ভারত। গত ২৭ আগস্ট সেটি ভেঙে বিশ্বে প্রথমবার একদিনে এক কোটির বেশি টিকা দেওয়ার রেকর্ড গড়ে ভারত। তবে মোদির জন্মদিনে সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়া বিজেপির লক্ষ্য।

 

(ঊষার আলো-আরএম)