UsharAlo logo
রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আদর্শ লাইব্রেরীর উদ্যোগে বিভিন্ন সেবামূলক কার্যক্রম

pial
জানুয়ারি ৭, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার হরিদাশকাটি আদর্শ লাইব্রেরীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র, হুইল চেয়ার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সকালে হরিদাশকাটী ফকিরপাড়া জামে মসজিদ চত্বরে লাইব্রেরীর সভাপতি মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

বিশেষ অতিথি ছিলেন, বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ তারিফ হাসান, হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম খান, এসআই সঞ্জিত।

যুবলীগনেতা মুজিবর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চলার সাথী সংগঠনের সভাপতি শিক্ষক আব্দুর রহমান, নিসচা’র সভাপতি এইচএম শফিউল ইসলাম, ব্লাড ব্যাংকের সভাপতি এসকে মহিবুল্লাহ, প্রাক্তন শিক্ষক হাসানুজ্জামান, বাবু লাল হালদার, মোসলেম উদ্দীন দয়াল, লাইব্রেরীর সহ-সভাপতি হাবিবুর রহমান, সাঈদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ গাজী, পাঠাগার সম্পাদক আমান উল্লাহ ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ।

(ঊষার আলো-এফএসপি)