UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভাসানচর

usharalodesk
অক্টোবর ৯, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রোহিঙ্গাদের আশ্রয়স্থল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন নোয়াখালীর ভাসানচর। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সহায়তা দেবে জাতিসংঘ। এ বিষয়ে সরকারের সাথে জাতিসংঘ একটি সমঝোতা স্মারক সই করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ (৯ অক্টোবর) দুপুরে এ চুক্তি সই হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও জাতিসংঘের শরণার্থী সংস্থা সই করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের  সাথে ভাসানচরকেন্দ্রিক সব ধরনের দূরত্ব দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই চুক্তির মাধ্যেমে জাতিসংঘ ভাসানচরের রোহিঙ্গাদের মধ্যে মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

ভাসানচরে ইতিমধ্যে ২০ হাজারের মতো রোহিঙ্গা নেওয়া হয়েছে। আগামী এপ্রিলের মধ্যে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে সেখানে নেওয়ার জন্য সরকারের টার্গেট রয়েছে ।

(ঊষার আলো-আরএম)