UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ঘোষণা দিলেন তালেবান

usharalodesk
আগস্ট ৩১, ২০২১ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিদেশি সেনাদের হাত থেকে মুক্ত হলো আফগানিস্তান ওই দেশের মাটি থেকে বিদায় নিয়েছে বিভিন্ন দেশের সৈন্যরা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের তল্পিতল্পা গুটিয়ে কাবুল ছেড়েছে যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট কাবুল ছাড়ার পর আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিলেন তালেবান

সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, আফগানিস্তান এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়ার ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ রয়েছে

মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানী কাবুলে অবস্থিত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছেন তালেবান যোদ্ধারা। এরপর জয় উদযাপন করতে দেখা গেছে তাদের। আকাশে গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করেছেন আফগান সদস্যরা। এর আগে, তালেবান দেশের নিয়ন্ত্রণ নিলেও যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে ছিল। অবশেষে বিমানবন্দরের নিয়ন্ত্রণও এখন তালেবানের হাতে

এদিকে, আফগানিস্তান ছাড়ার আগে নিজেদের সামরিক প্লেন সাঁজোয়া যানবাহনসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করে গেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার রাতে কাবুল বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট ছাড়ার আগে সবকিছু নিস্ক্রিয় করার বিষয়টি নিশ্চিত করেছেন সৈন্যরা

মার্কিন মিশনের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাককেনজি জানিয়েছেন, ৭৩টি সামরিক বিমান, ৭০টি সাঁজোয়া যান আরও ২৭টি সামরিক সরঞ্জাম নষ্ট করে ফেলা হয়েছে যেন পরবর্তীতে এগুলো তালেবানরা ব্যবহার করতে না পারে

আজ (মঙ্গলবার) কাবুল বিমানবন্দর থেকে সাংবাদিকদের সাথে আলাপকালে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আমাদের বিষয়ে কোনো সন্দেহ নেই যে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রযুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। আমাদের দেশের পক্ষ থেকে আমরা বিশ্বের বাকি দেশগুলোর সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে চাই। আমরা আফগান নাগরিকদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা আমাদের স্বাধীনতা, মুক্তি ইসলামিক মূল্যবোধ রক্ষা করব

(ঊষার আলোআরএম)