UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাকে কি গায়ে আগুন দিয়ে প্রমাণ করতে হবে: শ্রীলেখা

usharalodesk
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গে সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিরেক্টর্স গিল্ড বিশেষ বৈঠকের ডাক দিয়েছিল। সম্প্রতি এক কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় বিচলিত সবাই। ইন্ডাস্ট্রির সব বিভাগের নিরাপত্তা, কাজ কেড়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদে এবং কাজের উপযুক্ত পরিবেশ গড়ে তোলার স্বার্থে টেকনিশিয়ান স্টুডিওতে একজোট হওয়ার বার্তা পৌঁছে ছিল টালিউডের শিল্পীদের কাছে।

এর আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর থেকে সাসপেনসনের খড়গ ওঠে যাওয়ার তাকে ঘিরে ফেডারেশনের সঙ্গে গণ্ডগোল বেঁধেছিল ডিরেক্টর্স গিল্ডের। সেই ঝামেলার আঁচ এখনো নেভেনি তা বেশ স্পষ্ট। এদিন সংবাদমাধ্যমের সামনে কেশসজ্জা শিল্পীর সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের তীব্র প্রতিবাদ জানান সংগঠনের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীরা। কিন্তু এই বৈঠকের তাল কাটল শ্রীলেখা মিত্র মেজাজ হারানোর মধ্য  দিয়ে।

এ বর্ষীয়ান টালিউড অভিনেত্রী বলেন, চার বছর আগে তো আমি এই থ্রেট কালচার, ফেভারিটিজম নিয়ে কথা বলেছিলাম। আমাকে কি এই মেয়েটার মতো গায়ে আগুন দিয়ে প্রমাণ করতে হবে— আমি যা বলছি সেটি ঠিক কথা বলছি। এই কালচারটা আছে, যারা পাওয়ারে থাকে, যারা পাওয়ারে আছে; তারা ঠিক করে কারা কাজ করবে। তিনি বলেন, এখানে ট্যালেন্টের নিরিখে, কাজের নিরিখে কাজ দেওয়া হয় না। তুমি ডিরেক্টরের কাছের লোক কিনা, তুমি প্রযোজকের কাছের লোক কিনা; কিংবা কোনো গোষ্ঠীর কাছের লোক কিনা, সেই হিসাবে কাজ দেওয়া হয়।

এ অভিনেত্রী বলেন, চার বছর আগে আমি এ কথাগুলো বলেছিলাম। দিনের পর দিন এই মেয়েটিকে কাজ করতে দেওয়া হয়নি। এখানে মেরিট বিচার করে কাজ করতে দেওয়া হয় না, এমনটি নয়। অভিনেতা-অভিনেত্রীরাও নিজেদের মধ্যে খাওয়া-খায়ি করতে ব্যস্ত।

তিনি বলেন, আরজি করকাণ্ডের ঘটনা যেমন সবাইকে নাড়া দিয়ে গেল, তেমনই আরেকজন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর সবাই কথা বলছে।

কেন শ্রীলেখাকে বৈঠকে কথা বলতে দেওয়া হয়নি—এ প্রসঙ্গে সুদেষ্ণা রায় বলেন, এটা পরিচালকদের বৈঠক, অন্য কাউকে কথা বলতে দেওয়া যাবে না। যদিও শ্রীলেখা স্পষ্ট বলেন, সবাইকেই সেখানে ডাকা হয়েছিল। কার্ডে স্পষ্ট লেখা ছিল— অভিনেতা-অভিনেত্রীরাও নিজেদের মতামত জানাতে পারে। এবং শ্রীলেখা নিজেও পরিচালক হিসাবে কাজ করেন। এদিন নাম না করে স্বস্তিকাকেও বেঁধেন অভিনেত্রী।

শ্রীলেখা বলেন, আমি সময়ের আগে বলেছিলাম। যার জন্য বেশ কিছ মানুষ— অনেক বড় হিরোইন, যাকে প্রতিবাদের মুখ হিসাবে ধরছে সবাই। তিনি বলেছিলেন— আমি স্লাট শেমিং করছি। আমি তো সম্পর্কের কথা বলেছিলাম, তার কাছে হয়তো সম্পর্ক মানে স্লাট শেমিং। তার মধ্যেই খামতি ছিল, তাই কাজ পাননি— এমন কথাও বলেছিলেন সেই অভিনেত্রী বলে জানান শ্রীলেখা।

শ্রীলেখা বলেন, আমাকে শুনতে হয়েছে, তুমি মাথাদেরকে চটিয়েছো। যেহেতু আমি অভিনেত্রী হিসাবেই কথা বলেছিলাম, আমাকে ডিফেম করার চেষ্টা করা হয়েছিল। কেন শ্রীলেখা কথাগুলো বললেন, সেটা বিবেচনা করা হয়নি।

ঊষার আলো-এসএ