UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমার পরিবারের কেউ ক্ষতি করতে চায় না: সাইফ

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নন পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খান। বরং তিনি নবাবের মতো ঘোষণা করলেন— সেদিনের ঘটনা নিছকই ছোট্ট একটা ভুল মাত্র।

এর আগে গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হামলায় আহত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন অভিনেতা। পরে সফল অস্ত্রোপচার শেষে পাঁচ দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেন তিনি। সেদিনের সেই হামলা নিয়ে বহু ঘটনার মোড় নেয়। এবার সেই ঘটনায় নীরবতা ভাঙলেন সাইফ আলি খান।

যদিও সেই রাতে হামলার ঘটনা নিয়ে নানা কথা বলেছেন অভিনেতা। হামলাকারীর প্রতি সমব্যথী তিনি। অথচ বাবার নিরাপত্তা নিয়ে চিন্তায় দুই পুত্র জেহ ও তৈমুর। তবে নিজের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নন নবাব।

এদিকে এক মুহূর্তে যে কথা বলছেন, পরমুহূর্তে সেই কথা বদলে ফেলছেন সাইফ আলি খান। হামলার রাতে বাড়ি সুরক্ষিত ছিল না, তা নিয়ে খেদ প্রকাশ করেছেন অভিনেতা। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলে হয়তো এত বড় অঘটন ঘটত না। যুগপৎ বিস্মিতও! ভাবতেই পারেননি, তার বাড়িতে, তার পরিবারের সঙ্গে এ রকম কিছু ঘটতে পারে। এ-ও জানিয়েছেন, আত্মরক্ষার জন্য বন্দুক রাখার ছাড়পত্র আছে তার। সেদিন হাতের কাছে সেটি থাকলে না জানি কী ঘটে যেত! যদিও ভয় পেয়ে যাননি অভিনেতা।

সাইফ বলেন, আমি আমাদের সুরক্ষা কিংবা নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত নই। আমার কোনো নিরাপত্তারক্ষীরও প্রয়োজন নেই। আমি চারপাশে তিনজন লোক নিয়ে ঘুরতে পছন্দ করি না। আমার মনে হয় না, আমার কোনো ভয় রয়েছে। আমার পরিবারেরও কেউ ক্ষতি করতে চায় না। একটা ভুল হয়েছে।

যদিও এ ঘটনার পর সাইফের আবাসন সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। অভিনেতা যে তিনটি তলায় থাকেন, তার বারান্দায় লোহার গ্রিল লাগানো হয়েছে। এমনকি মূল প্রবেশদ্বারে বায়োমেট্রিকের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন রণিত, রয়েছে নিরাপত্তা এজেন্সি।

ঊষার আলো-এসএ