UsharAlo logo
বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আম্বারের অভিযোগ অপমানজনক ও নিষ্ঠুর: জনি ডেপ

pial
মে ২৬, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : আম্বার হার্ড ও জনি ডেপের মামলার বিচারকাজ শেষের দিকে। প্রায় ছয় সপ্তাহ ধরে এ মামলার শুনানি চলছে। আদালতে বিচারকদের উদ্দেশে হলিউড অভিনেতা জনি ডেপ বলেন, কোনো মানুষই পারফেক্ট না। তবে তার সাবেক স্ত্রী আম্বার হার্ড তার বিরুদ্ধে যে নির্যাতনের অভিযোগ এনেছেন তা ভয়ঙ্কর, হাস্যকর, অপমানজনক, বেদনাদায়ক, বর্বর, কল্পনাতীত নৃশংস, নিষ্ঠুর ও সব অভিযোগই মিথ্যা।

আম্বার হার্ড স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সংবাদপত্রে কলাম লিখেছিলেন। ওই ঘটনার জের ধরে পাল্টাপাল্টি মামলা করেন জনি ডেপ ও আম্বার হার্ড। আর জনির করা ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলার শুনানি চলছে ভার্জিনিয়ার আদালতে।

জনি ডেপ জানান, আমার বিরুদ্ধে সহিংসতা ও যৌন সহিংসতার জঘন্য অভিযোগ শুনে আমি হতবাক হয়েছি। এসব অভিযোগ মিথ্যা ও আমি এসব অভিযোগের প্রেক্ষিতে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। কারণ নিজের ইচ্ছার বিরুদ্ধে ৬ বছর ধরে এসব মিথ্যা অভিযোগের বোঝা আমি বয়ে বেড়িয়েছি। তবে এবার আমি চাই সত্যিটা বেরিয়ে আসুক।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

(ঊষার আলো-এফএসপি)