UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আরো ২ দিন থাকবে বৃষ্টি, ফের শুরু হবে ভ্যাপসা গরম

usharalodesk
জুন ১৮, ২০২১ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আজ আষাঢ়ের চার দিন। গতকাল রাত থেকে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। ভোরে বর্ষণের দাপট ছিল বেশ। তবে সকাল ৭টার মধ্যেই বিরাম আসে।
এদিকে, বৃষ্টিতে বিরাম থাকলেও আকাশ এখনও রয়েছে মেঘে ঢাকা। এর আগে গতকাল বৃহস্পতিবার দিনভর আকাশ ছিল মেঘে ঢাকা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার এই মেঘ-বৃষ্টি-রোদের খেলা চলমান থাকবে। কিছুদিন আগে সাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ভারতের বিহার এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে। এই লঘুচাপটি এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোয় অব্যাহত বৃষ্টি হচ্ছে। তবে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের অনুপাত কিছুটা কম।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত আর বাড়ার সম্ভাবনা নেই। তবে আরো ২ দিন বৃষ্টিপাত হবে। বৃষ্টি শেষে আবারও শুরু হবে ভ্যাপসা গরম।

(ঊষার আলো- এম.এইচ)