UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলফায় স্ক্রিন শেয়ারে আলিয়া, অ্যাকশনে ধরা দেবেন হৃতিক

ঊষার আলো
অক্টোবর ৩০, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: ২০১৯ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এ এজেন্ট কবিরের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। ফের একবার একই রকম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ অভিনেতাকে। স্পাই ইউনিভার্স প্রযোজিত আসন্ন সিনেমা ‘আলফা’য় ক্যামিও অভিনয় করতে চলেছেন হৃত্বিক রোশন। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী আলিয়া ভাট।

স্পাই ইউনিভার্সের কিছু সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘পাঠান’, ‘এক থা টাইগার’। এবার সে তালিকায় যোগ হতে চলেছে ‘আলফা’। ওয়ার সিনেমায় কবিরের চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন। ওই একই সিনেমায় খালিদের চরিত্রে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ।

এবার ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাট ও শর্বরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃত্বিক। আলিয়া ও শর্বরী গোয়েন্দা এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন এ সিনেমায়। এ ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে ববি দেওল ও অনিল কাপুরকেও। তবে হৃত্বিকের ভূমিকা কী হবে তা এখনো জানা যায়নি।

তবে ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য কিছু দিনের মধ্যেই শুটিং শুরু করবেন হৃত্বিক রোশন বলে জানা গেছে। তিনি বর্তমানে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাটি নিয়ে ভীষণ ব্যস্ত। এ সিনেমায় হৃত্বিকের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। খলচরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর।

উল্লেখ্য, শিব রাওয়েল পরিচালিত ‘আলফা’ সিনেমাটির বেশিরভাগ শুটিং হবে কাশ্মীরে। বাকিটা মুম্বাইয়ে। ১০ দিন ধরে কাশ্মীরে শুটিং হবে বলে জানা গেছে। গ্রিক শব্দ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির নাম ‘আলফা’ দেওয়া হয়েছে, যার অর্থ শক্তি ও আধিপত্য বিস্তার করা।

ঊষার আলো-এসএ