ঊষার আলো ডেস্ক : ১৫ মার্চ বলিউড নায়িকা আলিয়া ভাট তাঁর জন্মদিন উদ্যাপন করলেন। সেদিন ২৮-এ পা রাখলেন বলিউডের এ জনপ্রিয় নায়িকা। আলিয়ার জন্মদিন উপলক্ষে নামকরা চিত্রনির্মাতা করণ জোহর তাঁর বাসায় একটি পার্টির আয়োজন করেছিলেন। সে রাতে অনেক বলিউড তারকা সামিল হয়েছিলেন। তাঁর জন্মদিনের রাতে আলিয়া একটি কালো রঙের খাটো ফ্রকে সবার নজর কেড়েছিলেন। তবে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এ পোশাকের দাম।
জন্মদিনের সে রাতে আলিয়া গ্লিটার দেওয়া কালো একটি মিনি ফ্রকে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছিলেন।
কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ছিল কালো এ পোশাকের নেকলাইনে লাল রঙা গোলাপ ফুলের ডিজাইন। আলিয়ার এ পোশাক নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। তাহলে এবার পোশাকটির দাম জানা যাক। কালো রঙের মিনি পোশাকটির দাম এক দশমিক আট লাখ রুপি। আলিয়ার জন্মদিনের এ পোশাক দু’হাজার ৫৭২ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৮ হাজার টাকার বেশি। ভারতে এই একই মূল্যের অর্থের বিনিময়ে ৪০ গ্রাম সোনা কেনা যাবে। আলিয়ার জন্মদিনের পার্টিতে রণবীর সিং, আদিত্য রায় কাপুর, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, আয়ান মুখার্জি, মালাইকা অরোরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলিয়াকে এই বছর সঞ্জয় লীলা বানসালির ‘গাংগুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতে দেখা যাবে। রাজামৌলীর ‘আরআরআর’ ছবিতেও আছেন এ বলিউড অভিনেত্রী। তার জন্মদিনে ‘আরআরআর’ ছবিতে তাঁর প্রথম লুক প্রকাশ পায়। এ পিরিয়ড ড্রামাভিত্তিক ছবিতে তাঁকে সীতার ভূমিকায় দেখতে পাওয়া যাবে।
(ঊষার আলো-এফএসপি)