UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আল-জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যমের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল

usharalodesk
মে ১৫, ২০২১ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাজা উপত্যকায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয়ের একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক আল জাজিরাসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় ছিল এতে। ইসরায়েলি বিমান হামলায় ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে গেছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আল জাজিরায় প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ১১ তলা আল জালা ভবনটি মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে যায়। ভবনটিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় ছাড়াও আবাসিক কাজেও ব্যবহার হতো। ভবনটি গুঁড়িয়ে যাওয়ার পর আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আল জাজিরা ছাড়াও সেখানে অ্যাসোসিয়েট প্রেস ব্যুরো কার্যালয় ছিল।
আল জাজিরার প্রতিনিধি আল কাহলুত জানান, ভবনটির এক বাসিন্দা ইসরায়েলি সেনাবাহিনীর একটি সতর্ক বার্তা পান। হামলার আধঘণ্টা আগে ওই সতর্ক বার্তা পাওয়ার পর অনেকেই ভবনটি থেকে বের হয়ে যান। ওই সময়ে ভবনটিতে থাকা আল কাহলুত জানান, তিনি ও তার সহকর্মীরা মিলে যতটুক পারা যায় তত সরঞ্জাম নিয়ে বাইরে বের হয়ে আসেন।

(ঊষার আলো-এমএনএস)