ঊষার আলো বিনোদন ডেস্ক : বাংলা ভাষায় প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’ মুক্তি পেয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গা শিউরে ওঠা ঘটনা নিয়ে লেখা আহমদ ছফার বিখ্যাত উপন্যাস ‘অলাতচক্র’। যা সর্বপ্রথম ১৯৮৫ সালে প্রকাশিত হয়। সেই উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বাংলা সিনেমা ‘অলাতচক্র’।
আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ অনেক। বলা হয়েছে ‘অলাতচক্র’ উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছে লেখক আহমদ ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। আহমেদ রুবেল, জয়া আহসান ও জেরি অভিনয় করেছে মূখ্য ভূমিকায়।
এছাড়াও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা গাজী মাহতাব হাসান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আরও অনেকে এতে অভিনয় করেছে। অতিথী শিল্পী হিসেবে অভিনয় করেছে ‘খাঁচা’র চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। সিনেমাটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে পরিবেশক সংস্থা জাজ মাল্টিমিডিয়া।
(ঊষার আলো-এম.এইচ)