UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর হস্তক্ষেপে আরো একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। তিনি শুক্রবার দুপুরে কনের বাড়িতে গিয়ে এ বিবাহ বন্ধ করে দেন।
জানা যায়, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের আক্তার হোসেন তার  ৭ম শ্রেণি পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী কপিলমুনি ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের আলাউদ্দীন গাজীর ছেলের সাথে গোপনে বাল্য বিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং উক্ত বাল্য বিবাহটি বন্ধ করে দেন। একই সাথে  প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মেয়ের অভিভাবকের নিকট হতে মুচলেকা নেন।
উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত গ্রামবাসীর সামনে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং বাল্য বিবাহ বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার সদস্য সাইফুল ইসলাম, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক এবং কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর হিরন্ময় ব্যানার্জী উপস্থিত ছিলেন।