UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম

pial
মে ১৯, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশে ইউনিসেফের নতুন শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডনের উপস্থিতিতে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শুভেচ্ছাদূত হিসেবে পথচলা শুরু করেন মিম।

বিদ্যা সিনহা সাহা মীম এখন থেকে বাংলাদেশে ইউনিসেফের জাতীয় দূত হিসেবে আরিফা পারভিন জামান মৌসুমী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জুয়েল আইচ এবং বাংলাদেশে ইউনিসেফের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে রাবা খানের সাথে যোগ দেবেন ও তাদের মতো নিজেদের জনপ্রিয়তা এবং জোরালো কণ্ঠস্বর কাজে লাগিয়ে শিশু অধিকার রক্ষায় কাজ করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিম বলেন, ‌‘সারাদেশে শিশুদের জন্য, তাদের শিক্ষা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে, ইউনিসেফ আমাদের সাথে রয়েছে। আমি দীর্ঘদিন ধরেই শিশুদের জন্য ইউনিসেফের কাজে মুগ্ধ। প্রতিটি শিশুর অধিকার প্রতিষ্ঠায় সেই কাজের একটি অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

(ঊষার আলো-এফএসপি)