UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইতালি উপকূলে বাংলাদেশিসহ ৫৩৯ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

usharalodesk
আগস্ট ২৯, ২০২১ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্কইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসা উপকূলে একটি জরাজীর্ণ মাছ ধরার নৌকা থেকে গতকাল (শনিবার) বাংলাদেশিসহ ৫৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে চিকিৎসকদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের নার্স আলিদা সেরাচিয়েরি জানান, নৌকায় গাদাগাদি করে থাকা লোকজনের মধ্যে নারী শিশুরাও ছিল

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে উত্তর, পশ্চিম আফ্রিকার লোকজন রয়েছে। তবে তাদের সাথে কতজন বাংলাদেশি রয়েছে, তা এখনও জানা যায়নি। উদ্ধার হওয়াদের মধ্যে লিবিয়ায় বন্দি হওয়া কিছু লোকও রয়েছে বলে খবরে বলা হয়েছে

ভাগ্যবদলের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে ঢুকতে লিবিয়া উপকূল থেকে রওনা দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা সমুদ্রপথে প্রায় ৩শ কিলোমিটার পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছান। সময় ইতালির কোস্টগার্ড এদের উদ্ধার করে

উদ্ধার হওয়া শতাধিক লোকের মধ্যে অন্তত ২০ জনের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে বলে জানান নার্স আলিদা সেরাচিয়েরি। তাদের শরীরে পোড়ার ক্ষত আগ্নেয়াস্ত্রের ক্ষত রয়েছে। এদের মধ্যে কয়েকজন পানিশূন্যতায় দুর্বল হয়ে পড়েছেন বলে জানা তিনি।

(ঊষার আলোআরএম)