UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইভ্যালির সিইও ও তার স্ত্রী গ্রেফতার

usharalodesk
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে আটক করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করা হয় তাদের।

দুপুর থেকেই রাসেলের মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান শুরু হয়। গুলশান থানায় গ্রাহকের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা যায়।

তার আগে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়েছিল।

কিন্তু র‌্যাব আনুষ্ঠানিভাবে গণমাধ্যমকে এ ব্যাপারে এখনও কিছু জানায়নি।

অন্যদিকে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান জানান, গত মঙ্গলবার ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রণালয় কমিটি।

(ঊষার আলো-এফএসপি)