UsharAlo logo
বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

একই জেলে আরিয়ান ও রাজ, কেমন ছিলেন শাহরুখপুত্র জানালেন অ্যাজাজ

বিনোদন ডেস্ক
মার্চ ২০, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। মুম্বাইয়ের আর্থার রোড জেলে বেশ কিছু দিন কাটিয়েছিলেন তিনি। একই সময়ে ওই সংশোধনাগারে ছিলেন বলি অভিনেত্রী শিল্পা শেঠি স্বামী রাজ কুন্দ্রা ও অ্যাজাজ খান।

মাদক মামলাতেই গ্রেফতার হয়েছিলেন ছোটপর্দার অভিনেতা অ্যাজাজও। সংশোধনাগারের অন্দরমহলে কেমন ছিলেন শাহরুখপুত্র আরিয়ান ও রাজ কুন্দ্রা, তা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন অভিনেতা অ্যাজাজ।

জানিয়েছেন, কারাবাসের সময় নাকি তিনিই গুণ্ডা-মাফিয়াদের হাত থেকে বাঁচিয়েছিলেন আরিয়ানকে। তারকাদের নিয়ে আক্ষেপও ঝরে পড়েছে তার গলায়।

রাজ কুন্দ্রার বিষয়ে অ্যাজাজ বলেছেন, রাজ কুন্দ্রা রোজ আমার কাছে নানা আর্জি রাখতেন। কখনো পানি চাইতেন, আবার কখনো রুটি কিংবা বিস্কুট চাইতেন। জেলের সুপারিনটেনডেন্ট ওকে পানি পর্যন্ত দিতে নিষেধ করেছিলেন। তিনি বলেন, সাধারণ পানি খাও। বোতলবন্দি পানি দেওয়া যাবে না। কিন্তু ওরা তো সাধারণ পানি খেলে অসুস্থ হয়ে পড়েন।

রাজের সঙ্গে কাটানো সময় নিয়ে অ্যাজাজ বলেন, রাজ আমার সঙ্গে যা সময় কাটিয়েছেন, নিজের স্ত্রীর সঙ্গেও তেমন সময় কাটাননি! ২৪ ঘণ্টাই একসঙ্গে থাকতে হতো। তার সঙ্গে দুঃখ-কষ্ট তো থাকেই। কারাবাসে ওকে অনেক সাহায্য করেছি। কিন্তু এখন ওর বাড়িতে বড় পার্টি হয়। আমাকে কখনই ডাকে না। দুর্দিনের কথা ও ভুলে গেছে।

এর পরেই আরিয়ানকে নিয়ে অভিনেতা বলেন, আরিয়ান খানও আমাদের সঙ্গে ছিল। শাহরুখ খানের ছেলেকেও আমি পানি, সিগারেট সব দিতাম। কারাবাসে এটুকুই দিতে পারি। আর কীইবা দেব। তা ছাড়া গুণ্ডা-মাফিয়াদের থেকে বাঁচাতে পারি।

আরিয়ানকে আর্থার জেলে এক নম্বর ব্যারাকে রাখা হয়েছিল। অ্যাজাজ ও রাজ কুন্দ্রা থাকতেন ছয় নম্বর ব্যারাকে। ‘বিগ বস ৭’-এ নজর কেড়েছিলেন অ্যাজাজ। আগামী দিনে ‘হাউজ অ্যারেস্ট’ নামের এক সিরিজে দেখা যাবে তাকে।

ঊষার আলো-এসএ