UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

একমাস ধরে ভাত খাচ্ছেন না জায়েদ খান

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান। ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

তবে সেখান থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যায় তাকে। মাঝে মাঝেই ভক্তদের শেয়ার করছেন বিভিন্ন ছবি-ভিডিও। এসব ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে জিমে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা। এসময় তিনি জানান, নিয়মিত জিম করছেন তিনি। বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। প্রবাসীদের বেশ কয়েকটি প্রোগ্রামে পারফর্মও করেছেন।

জায়েদ জানালেন, প্রায় একমাস ধরে নাকি ভাত খাচ্ছেন না তিনি। এর কারণ খাদ্যাভাসের পরিবর্তন।

জায়েদ বললেন, ভাত খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি। গত ২৮ দিন ধরে একেবারে ভাত খাইনি। ভাতের বদলে ওটস-কলা ব্লেন্ডারে মিক্সড করে খাচ্ছি। প্রচুর বয়েল ফুড, ফল, তাজা সবজি খাচ্ছি। একেবারে হেলদি লাইফ কাটাচ্ছি।

অভিনেতা জানালেন, ১০ বছর আগেও নিয়মিত ব্যায়াম করতেন। এরপর শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার পর থেকে গ্যাপ পড়ে যায়। তবে এখন আবার আগের মতো এখন আবার ব্যায়াম শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে শো করে বেড়াচ্ছেন জায়েদ। এ বিষয়ে অভিনেতা বলেন, ‘সামনে আরও কিছু শো রয়েছে। এজন্য নিজেকে আরও তৈরি করছি। স্টেজ শো করতে গেলে ফিটনেস খুব দরকার।’

কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘এখানে এখনো আমার কিছু শো বাকি রয়েছে। সেসব শেষ করেই ফিরব। আশা করি, দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না।’

ঊষার আলো-এসএ