UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে কারিনা, টাবু ও কৃতি!

ঊষার আলো
নভেম্বর ৯, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিনােদন ডেস্ক : টাবু,কারিনা,কৃতি— তিন প্রজন্মের তিন নায়িকা এবার এক ছবিতে। তাও আবার বিমানসেবিকার ভূমিকায়! ‘ভিরে দি ওয়েডিং’ ছবির প্রায় চার বছর পর পরিচালকের ভূমিকায় অনিল-কন্যা রিয়া কাপুর। এবারও একটি নারীকেন্দ্রিক ছবি বানাচ্ছেন রিয়া। নাম ‘দ্য ক্রু’। ছবির প্রযোজনা যৌথভাবে করছেন একতা কাপুর ও রিয়া কাপুর।

এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন টাপু ও কারিনা কাপুর। সঙ্গে রয়েছেন কৃতি শ্যানন। বর্তমানে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির দুরাবস্থাকেই তুলে ধরা হবে এই ছবিতে। ‘ভিরে দি ওয়েডিং’ এর সাফল্যের পর ফের একসঙ্গে একতা ও রিয়া।

যদিও রিয়া জানান, এই ছবি ‘ভিরে দি ওয়েডিং’-এর চেয়ে সম্পূর্ণ আলাদা। রিয়ার এই অভিষেক ছবিতে কারিনা ছাড়াও ছিলেন সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া। যদিও এই ছবিতে কারিনা ছাড়া আর কেউ-ই নেই ‘ভিরে দি ওয়েডিং’ ছবির।

রিয়া তার এই নতুন ছবি প্রসঙ্গে বলেন, “টাবু ও কারিনাকে এক ছবিতে পাওয়া আমার কাছে স্বপ্নের মতো। আর কৃতি ভীষণ সৎ একজন মানুষ। এই ছবিতে ওর চরিত্রটার জন্য এমন কাউকেই খুঁজছিলাম। আমি ভীষণ রকম উত্তেজিত, খানিকটা ধুকধুকানিও হচ্ছে। তবে আশাবাদী ছবিটা নিয়ে। এখন আমি অপেক্ষা করছি শুটিং শুরু হওয়ার।”

এই ছবির চিত্রনাট্যের কাজ রিয়া শুরু করেছিলেন ভিরে দি ওয়েডিং মুক্তি পাওয়ার পর থেকেই। অবশেষে সেই চিত্রনাট্য নিয়ে সিনেমা শুরু করতে চলেছেন অনিল-কন্যা।২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই ছবির শুটিং শুরু হতে পারে।

ঊষার আলো-এসএ