ঊষার আলো রিপোর্ট : অসতর্ক ভাবে রাস্তা পার হওয়া এক বয়ষ্ক লোককে বাচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। নোবেল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেটি দৃশ্যত ভয়ঙ্কর। ডান চোখের ওপরে গভীর খাদের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার বর্ণনা দিতে যেয়ে নোবেল শুক্রবার(২৩ এপ্রিল) সকালে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘অসতর্ক ভাবে রাস্তা পার হচ্ছিলো এক বয়ষ্ক লোক । ওই সময় তাঁকে বাঁচাতে যেয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রুতে ১৮টা সেলাই লেগেছে। তারপরও মনে তৃপ্তি অনুভব করছি। কারণ লোকটা নিরাপদ আছে। আর এখন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’ বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটলেও ঢাকার কোথায় সংঘঠিত হয়েছে সেটি জানাননি নোবেল। কিন্তু ছবি গুলো দেখলে এটা স্পষ্ট যে, সামান্য দুর্ঘটনা নয় এটি। ভারতের ১টি বেসরকারি টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় নাম কাড়েন বাংলাদেশের উঠতি তরুণ সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। দুই বাংলার দর্শকরাই তার গানে মুগ্ধ। দর্শকদের মুগ্ধতাই নয়, নোবেল প্রশংসা পেয়েছেন খ্যাতনামা সঙ্গীতজ্ঞদের কাছ থেকেও।
(ঊষার আলো-আরএম)