UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার একই সিনেমায় মিঠুন, সঞ্জয়, জ্যাকি ও সানি!

pial
নভেম্বর ১০, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এক সিনেমার পোস্টার এক মুহূর্তে উসকে দিয়েছে আশি ও নব্বই দশকের অনেক স্মৃতি। আশির দশকে বলিউড বড়পর্দা জুড়ে অ্যাকশনের ঝড় তুলেছিলেন যারা সেই ৪ অভিনেতাকে নিয়েই এবার তৈরি হচ্ছে সিনেমা।

এর প্রথম ঝলক মুক্তি প্রকাশ হয়েছে। প্রথমবার একসাথে জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ ও সানি দেওল। এ সিনেমাটি পরিচালনা করবেন বিবেক চৌহান।

এটি প্রযোজনা করছে জি স্টুডিও ও আহমেদ খান। মিঠুন চক্রবর্তীর জন্মদিনে সিনেমাটির কথা প্রকাশ্যে এসেছিল। এবার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গেছে ৪ অভিনেতার ভক্তদের মধ্যে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ চার তারকার সিনেমাটি হতে চলেছে অ্যাকশন ধর্মী। পরিচালক মূলত অ্যাকশনের কথা মাথায় রেখেই নাকি সিনেমাটিতে অভিনয় করতে রাজি হন তারা। এ সিনেমার জন্য নাকি বিদেশ হতে আনা হয়েছে অ্যাকশন ডিরেক্টরকে।

এর আগে এ চার অভিনেতাকে এক সিনেমায় একসাথে দেখা না গেলেও, আলাদা আলাদা জুটি বেঁধেছেন তারা। যেমন, ‘যোদ্ধা’তে সঞ্জয় দত্ত ও সানি দেওল আবার ‘খলনায়ক’-এ জ্যাকি ও সঞ্জয়কে একসাথে দেখা যায়।

অন্যদিকে, সানি এবং জ্যাকিকে দেখা গিয়েছিল ‘বর্ডার’ ও ‘ত্রিদেব’তে। একসাথে অভিনয় করেছেন সানি ও মিঠুনও।

(ঊষার আলো-এফএসপি)