UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এবার ফেসবুকে পাত্রী চেয়ে নোবেলের পোস্ট

ঊষার আলো
অক্টোবর ১০, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সঙ্গীতের রিয়েলিটি শো দিয়ে আলোচনায় আসেন মাইনুল আহসান নোবেল। তবে এখন তিনি আলোচনায় থাকেন ফেসবুকে বিতর্কিত পোস্টের জন্য।

সম্প্রতি তাকে তালাকের নোটিশ পাঠান তার স্ত্রী। এর পর স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছিলেন আলোচিত ও সমালোচিত এ গায়ক।

আর এবার ফেসবুকে পাত্রী চাই লিখে পোস্ট দিয়েছেন তিনি। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে নোবেল লেখেন, ‘পাত্রী চাই!’ নোবেলের সে পোস্টে এখন পর্যন্ত ৭২ হাজার রিয়্যাক্ট ও ২৭ হাজার মন্তব্য এসেছে।

সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন নোবেল। আর সম্প্রতি নোবেলকে তালাকের নোটিশ পাঠান সালসাবিল।

(ঊষার আলো-এফএসপি)