UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এবার শুভশ্রী করোনা পজিটিভ

ঊষার আলো
এপ্রিল ২০, ২০২১ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউডের পাশাপাশি টলিউডেও করোনার থাবা বেড়েই চলেছে। এবার করোনায় (কোভিড -১৯) আক্রান্ত হলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আজ মঙ্গলবার ইনস্টাগ্রাম পোস্টে এ তথ‌্য জানান তিনি।

আক্রান্ত হওয়ার খবর জানিয়ে শুভশ্রী লিখেছেন- আমার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। আমার ছয় মাস বয়সী পুত্র যুবান সুস্থ এবং নিরাপদে রয়েছে। বাসায় আমি আইসোলেশনে আছি। পরামর্শ অনুসরণ করছি চিকিৎসকদের মতে। আপনারা সকলে নিরাপদে থাকবেন।

শুভশ্রীর স্বামী সিনেমা পরিচালক রাজ চক্রবর্তী ব‌্যারাকপুর আসন হতে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন। তিনি বর্তমানে নির্বাচনি প্রচারে সেখানেই অবস্থান করছেন।

টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক জিৎও আজ জানান, তিনিও কোভিড-১৯ পজিটিভ। চিকিৎসকের পরামর্শে মতে তিনিও বাড়িতে আইসোলেশনে আছেন। এর আগে টলিউডের অনেক অভিনয়শিল্পী করোনায় আক্রান্ত হয়েছেন। এ তালিকায় আছেন- দেব, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, ভারত কৌল ও রুক্মিনি মৈত্র প্রমুখ। তবে তারা সকলেই এখন করোনামুক্ত।

(ঊষঅর আলো-এফএসপি)