অ্যাকশন থ্রিলার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘গোলাপ’। সম্প্রতি ছবিটির নাম ঘোষণা করে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, ঢালিউড অভিনেতা নিরবকে। তার আকর্ষণীয় লুক ইতোমধ্যে নজর কেড়েছে দর্শকদের।
‘গোলাপ’ ছবির ফার্স্ট লুক প্রকাশের পর নেটিজেনরা মনে করেছেন, ছবিটি নিশ্চয়ই ভারতের দক্ষিণী ছবি ‘পুষ্পা’র মতো হতে যাচ্ছে। কারণ সেই পোস্টারে ঠিক পুষ্পার মতোই এক হাত মাথার পেছনে নিরবের। চেহারাতেও আছে দারুণ মিল। হাতেও অস্ত্র।
শুধু তাই নয়, পুষ্পা, গোলাপ— এসব নাম নারীর বেলায় রাখা হয়। পুষ্পা নাম নিয়ে যেমন পর্দায় হাজির হয়েছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন, ঠিক তেমনই ‘গোলাপ’ নামে পর্দায় আসছেন নিরব। সে থেকেই নেটিজেনদের অনুমান— ভারতের পুষ্পা ছবির আদলেই হয়তো তৈরি হচ্ছে ঢালিউডের এই ‘গোলাপ’ ছবিটি। যদিও এ বিষয়টি এখনো অনুমাননির্ভর।
সেই পোস্টারে দেখা যায়, বামে ঝুঁকে বসে আছেন নিরব। একহাত মাথায় ঝুলানো। সেই হাতে পিস্তলের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছেন অভিনেতা। তার চাহনি যেন ক্ষুধার্ত বাঘ। এ প্রসঙ্গে নিরব বলেন, পলিটিক্যাল থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে ‘গোলাপ’। ফেব্রুয়ারিতে শুরু হবে এ ছবির শুটিং। আর সেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। এও জানালেন, এ গোলাপ সুবাস নয়, রক্ত ঝরাবে।
ঊষার আলো-এসএ