UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওষুধ ও অক্সিজেন নিয়ে কালোবাজারি করলে তার ফল পাবে: সালমান খান

ঊষার আলো
মে ১৩, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা (কোভিড-১৯) মহামারীতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সাথে সবাইকে লকডাউন ও সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বলেন, আমরা সকলেই কাছের কাউকে না কাউকে হারিয়েছি। কাজেই প্রত্যেককে সাবধানে থাকতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানতে হবে যাতে করে আমরা তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তবে একটা বিষয় দেখলে মাথা ঠিক রাখতে পারি না, সেটা হল ওষুধ আর অক্সিজেন নিয়ে কালোবাজারি। যারা এ কাজ করছে তারা তাদের পাপের ফল পাবে।

তিনি আরও বলেন, বি স্ট্রং, স্টে স্ট্রং; এগুলো আসলে বলা খুবই সহজ। কিন্তু যারা প্রিয়জনকে হারাচ্ছেন কিংবা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তারাই শুধু এই দুঃখ অনুভব করতে পারেন। আমার কাছে দিনে অজস্র মেসেজ এবং কল আসে, অক্সিজেন সিলিন্ডার অথবা হাসপাতালে বেডের জন্য অনুরোধ করে। আমার শুধু একটাই অনুরোধ সুরক্ষাবিধি মেনে চলুন।

সালমান আরও জানান, আগের বছরের মতো এ বছরও আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৪৫ থেকে ৫০ হাজার কর্মীকে টাকা দেওয়ার ব্যবস্থা করেছি, যাতে করে কিছু দিন অন্তত তাদের সংসার চলে।

(ঊষার আলো-এফএসপি)