UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস

usharalodesk
জুন ১, ২০২১ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আখতারুজ্জামান ইলিয়াস বাংলা সাহিত্যের জগতের তিনি সূক্ষদর্শী ও অন্যতম প্রশংসিত একজন লেখক।

তিনি ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম মঞ্জু। তার পৈতৃক বাড়ি বগুড়া জেলায়। তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন।

আখতারুজ্জামান ইলিয়াসের লেখা উপন্যাস, গল্প এবং প্রবন্ধে পাওয়া যায় ইতিহাস, রাজনৈতিক প্রজ্ঞা ও সূক্ষ্ম কৌতুকবোধ। তিনি তার কর্মজীবনের শুরুতে জগন্নাথ কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন। তার তুমুল জনপ্রিয় রচনাগুলোর মধ্যে আছে ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭) এবং ‘খোয়াবনামা’ (১৯৯৬)।

তিনি তার জীবনে বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। যেমন বাংলা একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার ও হুমায়ুন কবির স্মৃতি পুরস্কারসহ একুশে পদক (মরণোত্তর) সাথে আরও অনেক সাহিত্য সম্মাননা।

তিনি ১৯৯৭ সালের ৪ঠা জানুয়ারি ঢাকায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ঊষার আলো-এফএসপি)