ঊষার আলো বিনোদন ডেস্ক : শিশুশিল্পী থেকে এখন নায়িকা দীঘি। দীঘির ২ টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তিও পেয়েছে নায়িকা হিসেবে। সেগুলো হলো ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। সামনে দীঘির নতুন একটি সিনেমার শুটিংয়ের কথা রয়েছে।
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। আর ফিরেই চমকে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বউয়ের সাজে ছবি প্রকাশ করেছেন তিনি। ছবি দেখে অনেকে মনে করছে তবে কি বিয়ের আসরে বসতে চলছে দীঘি?
জানা যায় বিয়ের পাত্রী হিসেবে নয়, একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য দীঘিকে বউ সাজতে হয়েছে। সেই আয়োজনে ধূসর, গোলাপিসহ বিভিন্ন রঙের লেহেঙ্গায় বউ সাজে ধরা দিয়েছে নতুন এক দীঘি।
এটিই এই নায়িকার ক্যারিয়ারে প্রথম ব্রাইডাল ফটোশুট। যার কারণে বেশ উচ্ছ্বসিত দীঘি। তিনি বলেছেন, প্রথমবার ব্রাইডাল শুট করেছি। অনেক ভালো লেগেছে। ছোটবেলা থেকেই দেখেছি নামী দামি তারকারা বিয়ের ফটোশুট করে৷ এবার নিজেও সেই সুযোগ পেলাম। ভালো ব্রান্ড আর আয়োজন ভালো হলে মডেলিংয়েও নিয়মিত থাকব।
জানা যায় দিঘীর সঙ্গে একটি স্বনামধন্য ফ্যাশন হাউজের মডেল হয়েছে অপু বিশ্বাস, রেবেকা রউফ, বারিশা হকসহ আরও কয়েকজন
(ঊষার আলো- এম.এইচ)