UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কন্যা সন্তানের মা হলেন নাবিলা

ঊষার আলো
জুলাই ১, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মা হয়েছেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আজ ১ জুলাই বৃহস্পতিবার আনুমানিক ১২ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন জনপ্রিয় উপস্থাপিকা সামিয়া রহমান।
বর্তমানে মা ও মেয়ে ২ জনই সুস্থ রয়েছে এবং তাদের কন্যার জন্য সবার দোয়া চেয়েছেন।
আলোচিত ছবি ‘আয়নাবাজি’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা, মডেলিং ও নাটকে আগে থেকেই অভিনয় করলেও এই ছবিটি নাবিলার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেন। ছবিটিতে তার অভিনয় সকল শ্রেনীর দর্শকদের মাঝে প্রশংসিত হয়। সেখান থেকে অনেকেই আয়নাবাজির নাবিলা বলেও সম্বোধন করেন তাকে।

(ঊষার আলো- এম.এইচ)