UsharAlo logo
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় মৎস ঘের দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ঊষার আলো
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার কয়রায় সুন্দরবুনিয়া খালের মৎস্য ঘের জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে ঘের মালিক আবুল হাসনাতের পক্ষে তার পিতা ফজলুল হক গাজী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে ফজলুল হক বলেন, উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সুন্দরবুনিয়া খালটি ২০১৫ সালে থেকে ১০ বছরের জন্য জমির মালিকদের নিকট থেকে খুলনা-৬ আসনের সাবেক সংসদ শেখ মোঃ নুরুল হক লীজ নেন। সেই মোতাবেক উভয় পক্ষ একটি চুক্তিপত্র করেন।উক্ত চুক্তিপত্রের আওতায় কয়েকজনের হাত ঘুরে ২০২১ সাল থেকে আমার ছেলে আবুল হাসনাত ও তার বন্ধু মাসুদ রানা শান্তিপূর্ণভাবে ওই খালে মাছ চাষ করে আসছে। প্রতি মধ্যে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বাসিন্দা দেবাশিষ মন্ডল, প্রশান্ত কুমার, কর্ণধর মন্ডল, আবুল সানা, রেজাউল গাজী, গোপাল মন্ডল, কিরণ মন্ডল, রণজিৎ মন্ডলরা মিলে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানিসহ দখলচ্যুত করার হুমকি দিয়ে আসছে।

এমতাবস্থায় উক্ত খালে শান্তিপূর্ণভাবে মাছ চাষ অব্যাহত রাখতে পারি তারজন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্হা গ্রহণের দাবি জানাই।