UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হয়ে অভিনেতা কিশোর নন্দলস্করের মৃত্যু

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ভারতের বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর।
২০ এপ্রিল মঙ্গলবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মূলত মারাঠি ছবির একজন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন কিশোর। এ ছাড়া বলিউডেও ‘খাকি’, ‘বাস্তব: দ্য রিয়্যালিটি’, ‘সিঙ্ঘম’, ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি।
কিশোর নন্দলস্করের মৃত্যুতে শোকাহত বলিউড পাড়া। গভীর শোক প্রকাশ করেছে তার সহ-অভিনেতা গোবিন্দ। প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তিনি।
কিশোরের নাতি অনীশ ভারতীয় গণমাধ্যমকে বলেন, ১৪ এপ্রিল অভিনেতার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাকে থানের এক করোনা চিকিৎসাকেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে ভর্তি করার আগেও অভিনেতার শ্বাসকষ্ট ছিল এবং কথা বলতে অসুবিধা হচ্ছিল। তার শরীরে অক্সিজেনের মাত্রাও ছিল কম। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে মৃত্যু হয় এই অভিনেতার।

(ঊষার আলো- এম.এইচ)