UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় প্রশাসন ক্যাডারের ২৫ কর্মকর্তার মৃত্যু, আক্রান্ত হাজার

usharalodesk
এপ্রিল ১৬, ২০২১ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসে এ পর্যন্ত বিসিএসের প্রশাসন ক্যাডারের ২৫ জন কর্মকর্তার মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া এসব কর্মকর্তার মধ্যে ১৪ জন কর্মরত ছিলেন, বাকি তিনজন অবসরোত্তর (পিআরএল) ছুটিতে এবং আটজন ছিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন হাজারেরও বেশি কর্মকর্তা। এমনকি গত ছয় দিনে মারা গেছেন তিন কর্মকর্তা যাদের মধ্যে একজন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিব ছিলেন।
গত বছরের ৬ এপ্রিল প্রথম কোনো ক্যাডার হিসেবে করোনা আক্রান্ত হয়ে মারা যান ২২তম ব্যাচের কর্মকর্তা জালাল সাইফুর রহমান। যিনি দুর্নীতি দমন কমিশনের পরিচালক ছিলেন।
এদিকে সর্বশেষ ২৫তম ক্যাডার হিসেবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মারা গেলেন একই ব্যাচের কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়ের মো. মারুফ হাসান।
গণমাধ্যমকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বাসা) দেয়া তথ্য থেকে এসব চিত্র উঠে এসেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে জানান, এখন দেখা যাচ্ছে তরুণেরাও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন। তাই কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে যথাযথ সুরক্ষিত হয়ে সরকারি দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

(ঊষার আলো-এমএনএস)