UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত হয়ে অভিনেতা এস এম মোহসিনের মৃত্যু

ঊষার আলো
এপ্রিল ১৮, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মোহসিন মারা গেছেন। আজ ১৮ এপ্রিল রোববার সকাল ৯টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নাট্যনির্মাতা চয়নিয়া চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছে।
এস এম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য। এই অভিনেতা বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে।
তিনি আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছে। ‘পদক্ষেপ’ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করে।
২০১৮ সালে তিনি বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করে। পেয়েছে শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করেন।

(ঊষার আলো- এম.এইচ)