UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আলমগীর

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিত্রনায়ক আলমগীর হাসপাতালে ভর্তি। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বামীর সুস্থতা কামণায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী ও কিংবদন্তি গায়িকা রুনা লায়লা।

গত ১৪ এপ্রিল করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন এ তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। তাদের সাথে একইভাবে টিকা গ্রহণ করেন আলমগীরের ৩ সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর এবং তাসবির আহমেদ।

তবে ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর।

গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) তার করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন স্ত্রী রুনা লায়লা।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে রুনা লিখেছেন, আলমগীরের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিন্তু ভালো আছেন তিনি। তার খুব দ্রুত করোনামুক্তির জন্য সকলে দোয়া করবেন। তিনি হয়তো আমাদের সকলের দোয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

(ঊষার আলো-এফএসপি)