UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতার অসুস্থ পিতার জন্য দোয়া 

koushikkln
ডিসেম্বর ৪, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ রাসেল, কলাপাড়া: পটুয়াখালীতে কলাপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতার পিতার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ০৩ ডিসেম্বর রবিবার উপজেলার কলাপাড়া পৌর শহরে অবস্থিত অয়েল মিল জামে মসজিদে ওই দোয়া মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবু ছালেহ্।
ওই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জনাব ইয়ামিন আহমেদ, সহ-সভাপতি ডাঃ ইব্রাহিম খলিল, যুবলীগ নেতা মোঃ মোকছেদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস জব্বার সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মোজাম্মেল হক, উপ- প্রচার সম্পাদক আঃ মলেক মৃধা, উপ- আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম বাপ্পি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহব্বত হাওলাদার, পৌর কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জনাব শাখাওয়াত হোসেন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান, ছাত্রলীগ নেতা মোঃ হুমায়ন, গাজী ইলিয়াস প্রমুখ। এছাড়াও মসজিদে নিয়মিত সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আরিফুর রহমান টিটু’র পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কলাপাড়া আলিম সিনেমা হলের স্বত্বাধিকারী জনাব আঃ আলিম মিয়া অসুস্থ হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার সুস্থতা কামনা করে কলাপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।