UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কানে নজর কাড়লেন দীপিকা

pial
মে ১৭, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : কানের লালগালিচায় অনেকবার দ্যুতি ছড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে সেটা প্রসাধনী পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে। কান চলচ্চিত্র উৎসবে এবার বিচারকের দায়িত্ব পালন করছেন বলিউডের এই নায়িকা।

সোমবার (১৬ মে) কানের অন্য বিচারকদের সাথে হোটেল মার্টিনেজে ডিনার পার্টিতে অংশ নেন দীপিকা। এসময় তার পরণে ছিল লুইস বুটনের বর্ণিল পোশাক এবং বাদামি রঙের হাইবুট।

আগামী ২৮ মে কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। এবারের বিচারকমণ্ডলীর প্রেসিডেন্ট হিসেবে থাকবেন ভিনসেন্ট লিন্ডন। দীপিকা ছাড়া জুরি সদস্য হিসেবে আরো থাকবেন রেবেকা হল, আসঘর ফারহাদি, ত্রিনকা, লাডজ লি, নুমি রাপেস, জেফ নিকোলস ও জোয়াচিম ট্রিয়ের।

সূত্র: এনডিটিভি

(ঊষার আলো-এসএইস)