UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কান উৎসবে অভিনেত্রীর গয়না চুরি

ঊষার আলো
জুলাই ১৩, ২০২১ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অভিনেত্রী জোডি টার্নার স্মিথের নতুন সিনেমার নাম ‘আয়াং’। এর প্রচারে অংশ নিতে পৃথিবীর অন্যতম প্রাচীন ও জনপ্রিয় চলচ্চিত্র উৎসব ‘কান’ -এ রয়েছেন অভিনেত্রী। সেখানেই চুরির শিকার হলেন তিনি। হোটেল থেকে তার পরিবারিক ১টি হীরার গয়না চুরি হয়েছে বলে দাবি করছেন তিনি। পুলিশের নিকট অভিযোগও দায়ের করেছেন তিনি। গয়না হারানোর পর জোডি টার্নার স্মিথ তার এক টুইট বার্তায় বলেন, ‘ভাবিনি যে, কান উৎসবে আমার শেষ দিনটির আড়াই ঘণ্টা থানায় কাটাতে হবে। আমাকে তাই করতে হয়েছে।জানা গেছে, কান শহরে মেরিওট হোটেলে গত ৯ জুলাই সকালে নাস্তা খেতে যান তিনি। তার রুমের মধ্যে কেউ ঢুকে তার গয়নাটি চুরি করে নিয়ে যায়৷ ওই হীরার গয়নার দাম ধরা হচ্ছে ১০ হাজার ইউরো। এটি ছিল তার মায়ের বিয়ের আংটি৷ পারিবারিক সূত্রেই আংটিটি পেয়েছিলেন তিনি।

(ঊষার আলো-আরএম)