UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করেছে রাজ: পরীমনি

ঊষার আলো
জুন ৫, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি দাম্পত্য জীবনের কলহ নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। এমনকি বিচ্ছেদের পথে হাঁটছেন দুজন এমন গুঞ্জন উঠেছে। সম্প্রতি ইস্যুগুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরীমনি।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে পরীমনি বলেন, আর না। অনেক হয়েছে। এবার টোটালি ফুলস্টপ। ঘর কার সঙ্গে করব? ঘর করার তো কিছুই নেই। ইচ্ছা থাকলেও তো আর সেটি হচ্ছে না। আমি যার সঙ্গে ঘর করব, সেই মানুষই তো নেই।তিনি বলেন, এক ছাদের নিচে থাকতে অনেক চেষ্টা করেছি। তার পরও তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি। কিন্তু সে আমার সঙ্গে থাকতে চায় না।

এ অভিনেত্রী বলেন, গত মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে। শুধু ছেঁড়া বললে সেটি ভুল হবে। সে কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তখন বলেছিল— সে এ বিয়ে মানে না। কাবিননামা ছিঁড়লেই কি একটি বিয়ে ভেঙে যায়? এতসব হওয়ার পরও আমি ওর সঙ্গে থাকার চেষ্টা করেছি।

এ ছাড়া সংসার এগিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে এ তারকা বলেন, সত্যি রাজের সঙ্গে আর সংসার করার ইচ্ছা নেই। ইচ্ছা থাকার পরও তো আর হচ্ছে না। যার সঙ্গে সংসার করব সেই-ই তো নেই। আপাতত এতটুকু বলতে পারি। আমি আমার পথে চলব, সে চলবে তার পথে। আর এ ইস্যু নিয়ে আর কথাও বলতে চাই না আমি।

এর আগে ২৯ মে রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ। এর পরই রাজের সঙ্গে পরীমনির দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে।

ঊষার আলো-এসএ