বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরেণ্য উপস্থাপক হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনায় এ জনপ্রিয়তা দেশব্যাপী। শিক্ষা ও তথ্যমূলক ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে ঝিনাইদহে। তবে ইত্যাদির শুটিংয়ে পড়েছে কালবৈশাখী।
জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগর বীজ উৎপাদন খামারে ‘ইত্যাদি’ ধারণ করা হয়। এরই মধ্যে রং-বেরঙে সাজানো হয় দত্তনগর কৃষি ফার্মের ঐতিহাসিক কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণ।
এবারের ইত্যাদির আয়োজন ঘিরে ঝিনাইদহ জেলাসহ আশপাশের জেলা-উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। স্বচক্ষে ইত্যাদি দেখতে অধীর অপেক্ষায় থাকেন স্থানীয়রা। এর মধ্যেই ঝড়ের কবলে পড়ে ‘ইত্যাদি’। তাতেও লোকসমাগমে এতটুকু ভাটা পড়েনি।
এদিকে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ‘ইত্যাদি’ আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। তিনি বলেন, আয়োজনে সার্বিক প্রস্তুতি আগে থেকে সম্পন্ন হলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। পরে আবহাওয়া স্বাভাবিক হলে অনুষ্ঠান শুরু হয়। রাত ১২টা থেকে শুরু করে ৩টার পর শেষ হয়। অনুষ্ঠানে দর্শক সমাগম ভালোই ছিল।
জানা যায়, গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়া নিয়ে এবারের ইত্যাদি সাজানো হয়েছে। সীমান্তবাসীদের জীবনগাঁথা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পৈতৃক ভিটা, এশিয়ার সর্ববৃহৎ বটবৃক্ষ বেথুলি বটগাছ ও জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাঁওড়ের গল্প জায়গা পাচ্ছে ‘ইত্যাদি’র এবারের পর্বে।
ঊষার আলো-এসএ